কবিতা : যুদ্ধ
বিশ্বজুড়ে যুদ্ধ বাজার
যুদ্ধ শুধু যুদ্ধ খেলা
যুদ্ধ টিকে থাকার লড়াই
বিশ্বজুড়ে যুদ্ধ মেলা।
যুদ্ধ করে পথ শিশু
ফুটপাথেতে খাবার তরে
যুদ্ধ করে পথে পথে
পথ হারিয়ে ভবঘুরে।
যুদ্ধ করে বাপ বেটাতে
রক্ত গরম হয়ে গেলে
দুই দেহেতেই রক্ত একই
সেটাও তারা যায় রে ভুলে।
যুদ্ধ করেন গিন্নিমাতা
বাড়ির কাজের মাসির সাথে
কম টাকাতে কতটা বেশী
খাটানো যায় হাতে নাতে।
যুদ্ধ করেন মাস্টামশাই
হাতে বিরাট ছড়ি নিয়ে
ইংরেজীতে ফাইট করেন
টাইট করা প্রশ্ন দিয়ে।
যুদ্ধ করে গরীবছেলের
ইস্কুলেতে পড়তে আসা
বড় হলে মানুষ হলে
মিটবে বাবা মায়ের আশা।
যুদ্ধ করে যুদ্ধ করে
কন্ট্রাক্টর টিকিট কাটে
বাসের ভিড়ে পকেটমার
সাবধানেতে পকেট কাটে।
যুদ্ধ করে মাঠের সাথে
লাঙ্গল চালায় গ্রামের চাষী
ফলিয়ে ফসল বাঁচিয়ে রাখে
তাই তো তাদের ভালবাসি।
যুদ্ধ চলে গড়ের মাঠে
যুদ্ধ চলে এডিলেটে
মাঠের বাইরে যুদ্ধ হওয়ার
কিছুটা খবর বাতাসে ভাসে।
যুদ্ধ করে নেতায় নেতায়
ভোটের আগে পথের ধারে
যুদ্ধ শেষে সন্ধি হলে
জড়িয়ে গলা হো হো হাসে।
সুন্দরীরা যুদ্ধ করে
মিস ইউনিভার্স হবে বলে
যুদ্ধ করে কাজ উদ্ধারে
ছলে বলে কৌশলে।
টিভি চ্যানেলে যুদ্ধ করে
কেউ বা নাচে কেউ বা গানে
কারও যুদ্ধ প্রশ্নবানে
কারও যুদ্ধ হাসির টানে।
দেশে দেশে যুদ্ধ লাগে
এক ইঞ্চি মাটির তরে
কেউ কি তাদের খবর রাখে
যুদ্ধে গিয়ে যারা মরে।
যুদ্ধ বাঁচার মূলমন্ত্র
ব্যবসাদারের গুপীযন্ত্র
যুদ্ধ মানে আনো অস্ত্র
যুদ্ধ কারও ব্রহ্মবাস্ত্র।
-------------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
রচনা তারিখ : ২১/০৮/২০০৯
খুব ভালো লাগলো।
উত্তরমুছুনখুব ভালো লাগলো।
উত্তরমুছুনDarun
উত্তরমুছুনভালো থাকবেন।
মুছুন