কবিতা: মাসটা ভাবো ফাগুন

ছবি
বাতাসে  গুলির  শব্দ মাসকেটর  আনাগোনা আকাশ ফাটা আর্তনাদ বাষ্প  চোখের জল। ফিনকি  দিয়ে  রক্ত  ছোটে লাফায়   কাতাহাট মাটিতে  নাকি পড়ে  আছে চাপ  চাপ  রক্ত দাগ। টাকা পয়সা হাঁস মুরগী ইজ্জ্বত ত্বক  লুট প্রাণের ভয়ে দিচ্ছে মানুষ সবকিছু   ফেলে  ছুট। মারছো  যাকে   সদলবলে কি  তার  অপরাধ জানো কি তুমি তারও  আছে বাঁচার  অধিকার। সবার  চেয়ে  বড় পরিচয়  তোমরা  মানুষ জেনো মানুষকে  মানুষ  বলে একটু তোমরা  মেনো। বুকের ভিতর  তুষের  আগুন ধিকি  ধিকি  জ্বলে হিংসাতেই  বাড়ে  হিংসা গুরুজনেরা  বলে। ভালোবাসা  দিয়ে  নেভাও তোমার মনের আগুন আনন্দের  আবীর  মাখো মাসটা  ভাবো  ফাগুন। --------------///----------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা: ২০.০৭.২০০৮

কবিতা: মা আসছে

 মন বলছে মা আসছে।

মাকে কত কথা বলবো ভাবি 

বলতে পারি না।

 মনের কথা মনেই রয়ে যায়। 

আগেরবার ইচ্ছে হয়েছিল বলি- 

মা গো  মা পরেরবার যেন 

বউটাকে নতুন শাড়ি ছেলেটাকে 

নতুন জামা দিতে পারি মা। বলতে পারি নি।

মনে মনে বলতে গেলাম অসুর নিধনে 

ফাঁকি দিস না যেন মা! মনের কথা 

রয়ে গেল মনেই.... 

আসলে মা এসেছে তাই 

আনন্দেই সব গেলাম ভুলে। 




এবার কিন্তু বলবোই বলবো- 

মা আমাকে অসুর বানিয়ে দে মা 

আমাকে অসুর বানিয়ে দে।



কবি: ডঃ গৌতম কুমার মল্লিক

মন্তব্যসমূহ

  1. পাঠক সমাজের নিকট অনুরোধ কবিতা ভালো লাগলে অবশ্যই মতামত দিয়ে উৎসাহিত করিবেন।

    উত্তরমুছুন
  2. মা তো অন্তর্যামী তাই না বললেও বুঝবেন। বর্তমান সময়ের প্রেক্ষিতে সত্যি মায়ের কাছে অসুর হতে চাওয়া তাই কাঙ্ক্ষিত

    উত্তরমুছুন
  3. কবিতা টি সমাজের বাস্তব ছবি তুলে ধরেছে।

    উত্তরমুছুন
  4. শিব ব্যানার্জী৭ ডিসেম্বর, ২০২৩ এ ৮:২৬ PM

    দারুন লিখেছেন 👌

    উত্তরমুছুন
  5. শিব ব্যানার্জী৭ ডিসেম্বর, ২০২৩ এ ৮:২৮ PM

    দারুন লিখেছেন

    উত্তরমুছুন
  6. উত্তরগুলি
    1. ডঃ গৌতম কুমার মল্লিক২৬ মে, ২০২৪ এ ৯:৩৯ PM

      Exactly, but situation can convert a man into demon.

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : মান্তূদা