পোস্টগুলি

আগস্ট, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা : কখনো কখনো

ছবি
আমার নতুন লেখা বই google books এ কখনো কখনো চেনা মুখগুলি অচেনা মনে হয় কখনো কখনো কায়ার চেয়ে ছায়াকে বেশী ভয় কখনো কখনো চালাকি করে কেউ চালাক হয়। মনে রেখো কেউ কারো নয় শেষ কথা বলবে সময়। আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন -------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

কবিতা : রবীন্দ্রনাথ

ছন্দে   তুমি ছড়ায়   তুমি তুমি  কবিতায় গানে। শক্তি  তুমি ভক্তি   তুমি শান্তি   তুমি মনে। ভাবনায়   তুমি চেতনায়   তুমি তুমি    হৃদয় সুরে। বোশেখ  এলে তোমার -ই   কথা আসে   শুধু ঘুরে  ফিরে। -------------- কবি  :  ডঃ  গৌতম  কুমার  মল্লিক প্রথম প্রকাশ : মানভূম সংবাদ, পুরুলিয়া তারিখ :৩১ মে, ২০০৯

কবিতা : বেশ তো আছি

ছবি
যেমন   নাচাও   তেমনি   নাচি হাসি   না   পেলেও   আমি   হাসি। বেশ  তো  আছি  বেশ  তো  আছি আসলে  আমি  মিষ্ট ভাষী। সাথেও  থাকি  পাঁচেও  থাকি রক্তে   থাকে  ধান্দা  ভাসি। বেশ  তো  আছি  বেশ  তো আছি মাতালে  আছি  মদেও  আছি। ছয়  ও  নয়ে   ভাগ্য   মাখি নয় ছয়ে   চাখতে  থাকি। যন্ত্রী  করে  তোমায়   আমি যন্ত্র  হয়ে  সুখেই   থাকি। গদগদ  মুখের  ভাষা বুকের   মাঝে  অগাধ   আশা। আশার   চাদরে   শরীর   ঢাকা আসলে   আমার  পাঁকেই  থাকা। দিয়েছি  টিকি  তোমার  হাতে তাইতো   আছি  দুধে  ভাতে। ড্রিমলাইটে  ডিস্কো নাচে উঠতি  ছুড়ি  মধ্য রাতে। --------------- কবি : ডঃ গৌতম  কুমার  মল্লিক

কবিতা : হাসির খোঁজে

ছবি
হাসি  নাকি  হারিয়ে  গেছে কোথায় তারে পাই খুঁজে  যদি পাইরে তারে ছাড়বোনা ভাই আর। লাঠি  হাতে  খুঁজছি  তারে যদি  দেখতে পাই হাসির মাজা  ভাঙা  ছাড়া কোন- ই  উপায়  নাই। সুখের তরে পাগলপারা তাইতো  মোরা  হাসিহারা বলতে পারো কোথায় গেলে পাবো তারে আবার। সবই  আছে তবুও  যেন মুখে  হাসি  নাই আসলে  মোরা সুখ কি সে হয় সেটাই  জানি  নাই। --------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা তারিখ : ৩০/০৩/২০০৮

কবিতা : ভালবন্ধু

ছবি
গাছেরও  আছে  অনুভূতি তা কি জানো  ভাই জগদীশ বোস বলে  গেছেন এবার  জেনে  নাও। গাছ  লাগিয়ে  ধরার  বুকে বাড়াও  প্রাণবায়ু গাছ  লাগিয়েই  বাড়াতে পারো সভ্যতার  আয়ু। সবুজপাতা   নড়বে   যেন নাচের  তালে  তালে বসবে  পাখি  বাঁধবে  বাসা গাছের  ডালে  ডালে। মৌমাছি  আর  প্রজাপতি বসবে  ফুলে  ফুলে গুন গুন গান গাইবে ভ্রমর বাতাসে  সুর  তুলে। গাছের  ফলে  ক্যালোরি পাবে আর  ভিটামিন শেষ  হবে  ধরার  থেকে অপুষ্টির  দিন। চারিদিকে  আওয়াজ  তোলো গাছ  লাগানোর  ভাই গাছের  চেয়ে  ভালো  বন্ধু এ জগতে  নাই। ----------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা তারিখ : ১৫/০৭/২০০৮

মশক বিরোধী শ্লোগান

ছবি
১ মশা  হইতে  সাবধান মশা   করে   রোগদান। ২ মশার  আমি  মশার  তুমি মশা  কি  কারো  পর। মোদের  ঘরের  জমা  জল- ই মশার  আঁতুর  ঘর। ৩ জমা  জল মশার  কল। ৪ মশা  মাছি  ভাই  ভাই রোগ ছড়ায়  দুজনাই। ----------- রচয়িতা : ডঃ  গৌতম  কুমার  মল্লিক বি : দ্রঃ আমার লেখা এই শ্লোগানগুলি প্রথম প্রকাশিত হয়েছিল জয়পুর, বাঁকুড়া থেকে প্রকাশিত ' নিউজ কমিনিয়ন'  এর১৭তম সংখ্যায় (২০১২ সালে)

স্লোগান : গাছের স্লোগান

ছবি
১ গাছ   লাগান  দেশ  বাঁচান। ২ বাঁচলে   গাছ  আমরা  বাঁচি। ৩ শুদ্ধ  বায়ু  চাও গাছ  লাগিয়ে  যাও। ৪ পৃথিবী কে  বাঁচাতে গাছ  হবে  লাগাতে। ৫ পৃথিবী  বাঁচাতে  চাও গাছ   লাগিয়ে  যাও। -------------- রচয়িতা  :  ডঃ গৌতম কুমার  মল্লিক তারিখ :১৪.০৮.২০১২

কবিতা : বুদ্ধবাবু

ছবি
(পশ্চিমবঙ্গের  প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যস্মরণে রচিত ) বুদ্ধবাবু   বুদ্ধবাবু মানুষ   তুমি  ভালো। বুদ্ধবাবু   বুদ্ধবাবু অন্ধকারে    আলো। বুদ্ধবাবু  বুদ্ধবাবু পোষাক   তোমার  সাদা । বুদ্ধবাবু   বুদ্ধবাবু  পোষাকে  লাগে নি কাদা। চক্ষুদানে   বুদ্ধবাবু দেহদানে  বুদ্ধবাবু। সৃষ্টি সুখে বুদ্ধবাবু হৃদয়  মাঝে  বুদ্ধবাবু। বুদ্ধবাবু   বুদ্ধবাবু সহজ  সরল ভাষা। বুদ্ধবাবু  বুদ্ধবাবু শিল্প  স্বপ্ন  দেখা। বুদ্ধবাবু   বুদ্ধবাবু ঠোঁটের কোণে  হাসি। বুদ্ধবাবু  বুদ্ধবাবু তোমায়  ভালোবাসি। বুদ্ধবাবু   বুদ্ধবাবু আবার  তুমি  এসো। বুদ্ধবাবু   বুদ্ধবাবু বাঙালীর  বুকে  থেকো। ---------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা তারিখ : ০৮.০৮.২০২৪( রাত্রে)

কবিতা : ভালবেসো

ছবি
ঈশ্বর বললেন তোমাকে  একটা  মাথা দিলাম ঠান্ডা  রেখো মাথার ভিতর দিয়েছি মগজ শান দিও। তোমাকে  একজোড়া  চোখ  দিলাম একটু  দূরদৃষ্টি  ধর নাক দিয়েছি বলেই সব ব্যাপারে গলিয়ে  বোসো না যেন। কানে শোনা সব কথা ভায়া নার্ভ মগজে চালান কোরো না ডান কানে শোনা কিছু কথা সরাসরি বাম কান দিয়ে বের করে দিও। কপালের  ভরসায়  থেকে হাত কে অকেজো না করাই ভাল মনে রেখ তোমার গায়ের চামড়াটা মানুষের তোমাকে  হৃদয় দিয়েছি---- ভালবেসো। ---------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা তারিখ : ২৯.০৩.২০০৮

কবিতা : এক মউলের কথা

ছবি
----- নেই  কাজ, আছে  শুধু অভাব - অনটন পেটের  টানেই মউলে  জীবন। বউ  কাঁদে, ছেলে  কাঁদে চোখ  ছলছল ঢেউ  কাঁদে  ডিঙি  কাঁদে কাঁদে  নদীজল। বিপদের  হাতছানি জানি  আমি  জানি চলবে  কিভাবে  দিন যদি  মধু  নাহি  আনি। বিদায়ের  পালা  শেষে ডিঙি ভেসে  যাওয়া যতদূর  দেখা যায় চোখে  চোখে চাওয়া। মনে ডাকি  বনবিবি ফিরে  যেন  আসি আমি ছাড়া ওরা সব যাবে জলে ভাসি। ------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা তারিখ :০২.১১.২০০৯

কবিতা :সুখের সন্ধানে

ছবি
জীবন  হেথায়  পাতাবাহারের  পাতা দুঃখের  ফলক  মাঝে বিন্দু  বিন্দু  সুখ  আঁকা। তবুও       আমি এ            সুখ ছেড়ে  ছুটি ও            সুখের  পিছে ও            সুখ  ছেড়ে  খুঁজি অন্য   সুখ   মিছে। এখন  দেখছি--------- সুখের   পিছে  ছুটে  ছুটে অসুখ  ধরেছে আমার  দেহ   ও  মনে। -------- কবি  : ডঃ  গৌতম  কুমার  মল্লিক রচনা তারিখ :১৩.০৮.২০১২

কবিতা : মুক্তি

মুক্তি  তুমি  চাইছো  নারী ? মুক্তি  কি  আমি  দিতে  পারি ! তোমাকে কেন্দ্র করে তোমার  গন্ধ- কে ব্যাসার্ধ  ধরে পরিধি  বরাবর ঘুরছি  অবিরাম মুক্ত  নিজে - ই  আমি  নই। মুক্তি  কি  আমি  দিতে  পারি মুক্তি  তুমি  চাইছো  নারী  ? ---------------- কবি : গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ  :  শারদীয়া বাংলা সোনার তরী----১৪০১