কবিতা : কখনো কখনো

ছবি
আমার নতুন লেখা বই google books এ কখনো কখনো চেনা মুখগুলি অচেনা মনে হয় কখনো কখনো কায়ার চেয়ে ছায়াকে বেশী ভয় কখনো কখনো চালাকি করে কেউ চালাক হয়। মনে রেখো কেউ কারো নয় শেষ কথা বলবে সময়। আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন -------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

কবিতা : মশা




কর্তা  রাতে  তিড়কে  ওঠেন
গিন্নি   মারেন  চড়
মশার  জ্বালায় খোকন করে
সারা রাত ধড়পড়।

মশা  নিয়ে  মস্করা  নয়
আর  যা  কর  ভাই
মশার  কামড়  থেকে বাঁচার
কোন - ই উপায় নাই।

মাঠে  মশা  ঘাটে  মশা
মশা  পুকুর  পাড়ে
মশার  ভয়ে  ডিস্কো  নাচি
তবুও  নাহি  ছাড়ে।

ইস্টিশানে  সিনেমা  হলে
মশা  বিধানসভায়
এমন মানুষ কেউ কি আছেন
মশাকে ভয় না পায়।

ভিক্টোরিয়ার  মাঠে  মশা
বিগ্রেড  সমাবেশে
মানুষ সেজে  অনেক মশা
ঘুরছে ছদ্মবেশে।


মশা-ই  হল আসল  মশাই
আমরা  সবাই  মেকি
মশা  মারার  কামানগুলো
ব্যর্থ  হল  নাকি।

বেতারে  মশা  সেতারে মশা
মশা  টেলিভিশনে
দিনে  দিনে  মশার  কদর
বাড়ছে  পেপারে  বিজ্ঞাপনে।

মন্ত্রী  বসেন  মশার তরে
বসেন  যত  আমলা
উপায়  কিছু  বের নাহি হয়
সামলা  দিতে  হামলা।

মশার  আমি  মশার তুমি
আমরা মশার  সবাই
মশার ভয়ে পাগল হল
মশাটের  এক জামাই।

-------------------/

কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
প্রথম প্রকাশ : এক টুকরো বাঁশ
কাটোয়া, বর্ধমান
তারিখ : ২৫ ডিসেম্বর,২০০০

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা: মা আসছে

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : মান্তূদা