কবিতা : কখনো কখনো

ছবি
আমার নতুন লেখা বই google books এ কখনো কখনো চেনা মুখগুলি অচেনা মনে হয় কখনো কখনো কায়ার চেয়ে ছায়াকে বেশী ভয় কখনো কখনো চালাকি করে কেউ চালাক হয়। মনে রেখো কেউ কারো নয় শেষ কথা বলবে সময়। আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন -------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

কবিতা : পন্থী




ঠান্ডা  মাথা  নরমপন্থী
 বোমা  বন্দুক  চরমপন্থী
সমঝোতা  করে মধ্যপন্থী
ফাটায়  গলা  গরমপন্থী।



বাবা ও মেয়েরা বকুনিপন্থী
ধান্দাবাজরা  শকুনিপন্থী
পৌষ মাঘ মাস কাঁপুনি পন্থী
বাসগুলো  সব ঝাঁকুনিপন্থী।


ভো-কাট্টা  ঘুড়িপন্থী
জ্ঞান সমুদ্র  নুড়িপন্থী
বুড়োরা  সব  বুড়িপন্থী
ছোড়ারা সব চুড়িপন্থী।


খোলাবাজার   চড়াপন্থী
ছাগল  গরু  দড়াপন্থী
শ্মশানের  ডোম  মড়াপন্থী
গরমে  ঘামাচি  ফোঁড়াপন্থী।


হর্সরা  সব ট্রেডিংপন্থী
ঘোলাজলে  মাছ ব্রিডিংপন্থী
স্টুডেন্টরা  সব  রিডিংপন্থী
রকবাজ  ইভটিজিংপন্থী।


লোহা লক্কড়  জং পন্থী
পোশাক আসাক রং পন্থী
কসমেটিক্স  সব সঙপন্থী
আদব কায়দা   ঢঙপন্থী।


গ্রীষ্মে গরম  ঘামপন্থী
জিনিসপত্র দামপন্থী
নদীগুলো সব  বানপন্থী
বক্স মাইক  গানপন্থী।


বিশ্বায়ন  গ্যাটপন্থী
দেশায়ন  ভ্যাটপন্থী
ফোনে ফোনে চ্যাটপন্থী
মশা মারতে ম্যাটপন্থী।


লাঠি সোটা হাতে  ফাটাইপন্থী
মালিক পক্ষ ছাঁটাইপন্থী
বিপদে পড়লে কাটাইপন্থী
ওড়াতে ঘুড়ি লাটাইপন্থী।


নাম ডাক করে ঢাকপন্থী
হকারেরা সব হাঁক পন্থী
পিওনেরা সব ডাকপন্থী
চুলহীন  মাথা  টাকপন্থী।


চাকরির লিস্ট  প্যানেলপন্থী
তোষামোদ করে চ্যানেলপন্থী
সেচের জল ক্যানেলপন্থী
পাহাড়ী  রাস্তা টানেলপন্থী।


স্বজনেরা সব পোষনপন্থী
উঠতি  দাদা তোষণপন্থী
লজেন্স-চকলেট চোষণপন্থী
মহাজনরা  শোষণপন্থী।


রোজ আসা গেস্ট পেস্টপন্থী
অসুখ বিসুখ রেস্টপন্থী
শিল্পপতিরা ইনভেস্টপন্থী
মুখরোচক টেস্টপন্থী।


হোলির হওয়া ফাগুনপন্থী
দমকল  আগুনপন্থী
খাটগুলো সব  সেগুনপন্থী
পোকামাকড়  বেগুনপন্থী।


ভস্মে ঘি  ঢালাপন্থী
বর কোনেরা  মালাপন্থী
দুপুরে ভাত  থালাপন্থী
খড়কুটো  সব চালাপন্থী।


শিক্ষকেরা টিচিংপন্থী
নেতারা সব মিটিংপন্থী
ঠকবাজরা  চিটিংপন্থী
ভোজন  রসিক ইটিংপন্থী।


চামচেরা সব  তেলপন্থী          
ন্যাড়ারা সব বেলপন্থী
ফিমেলরা  সব  মেলপন্থী
ব্যস্ত মানুষ ইমেলপন্থী।


সেলুনগুলো  ছাঁটপন্থী
কল কব্জা  নাটপন্থী
উঠতি  ধনী     ডাটপন্থী
নাছোড়বান্দা  গাটপন্থী।


ধানগাছেরা  থোড়পন্থী
আকাট মুখ্যু    হোড়পন্থী
পথঘাট  সব মোড়পন্থী             
   হড়কা    বান  তোড়পন্থী।


জিলিপিরা সব প্যাচপন্থী
মাছেরা   সব     ম্যাচপন্থী
মুরগীরা  সব  হ্যাচপন্থী
ভাল  ফিল্ডার  ক্যাচপন্থী।


ফলেরা সব জুসপন্থী
দুর্নীতিবাজ  ঘুষপন্থী
হাসায় যারা খুসপন্থী
পরমাণু বোম বুশপন্থী।


শত্রু পক্ষ  টাইটপন্থী
সেনাবাহিনী ফাইটপন্থী
যাত্রা-,নাটক  নাইটপন্থী
পাহাড়-পর্বত  হাইটপন্থী।


গুণীজনেরা  কদরপন্থী
শিশুরা সব  আদরপন্থী
বকাটে  ছেলে  বাঁদরপন্থী
শীতকালটা চাদরপন্থী।


স্কুলের  শুরু  প্রেয়ারপন্থী
টেবিল গুলো  চেয়ারপন্থী 
নার্সি হোম   কেয়ারপন্থী
স্টক এক্সচেঞ্জ  শেয়ারপন্থী।


মেলারা  সব  ঠেলাপন্থী
টুসুর ভাসান  ভেলাপন্থী
উঠতি  ছোড়া  রেলাপন্থী
ভন্ডগুরু   চ্যালাপন্থী।


চাষের জমি  আইলপন্থী
ছাদের  নক্সা  টাইলপন্থী
অফিস আদালত ফাইলপন্থী
সফলতা  স্মাইলপন্থী।


পরিব্রাজক  চলাপন্থী
পাড়া -পড়শী  বলাপন্থী 
কানগুলো সব  মলাপন্থী 
পাঁড় মাতাল  গলাপন্থী।


বাস -ট্রেন  সব ভিড়পন্থী
সম্পর্ক  চিড়পন্থী
পাখিরা সব নীড়পন্থী
জামাকাপড় সব       ছিড়পন্থী।


ট্রেনে ট্রেনে চা  ভাঁড়পন্থী
দেহের মাংস  হাড়পন্থী
  উঁচু জমি সব  টাড়পন্থী              
চইত্র সেল  ছাড়পন্থী।


গড়ে যারা জোটপন্থী
ভাঙে যাঁরা ঘোঁটপন্থী
খেলোয়াড়রা  চোটপন্থী
ব্যবসাদার নোটপন্থী।



কবি: ডঃ গৌতম কুমার মল্লিক
বি:দ্রঃ 
কবিতা টি ২০০৮ সালে প্রকাশিত আমার বই'আমি আসছি তে আছে।













-

মন্তব্যসমূহ

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. খুবই মজার কবিতা।

    উত্তরমুছুন
  3. মজার ছন্দ কবিতা দারুন লাগলো

    উত্তরমুছুন
  4. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা: মা আসছে

কবিতা : মান্তূদা

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার