কবিতা: মাসটা ভাবো ফাগুন

ছবি
বাতাসে  গুলির  শব্দ মাসকেটর  আনাগোনা আকাশ ফাটা আর্তনাদ বাষ্প  চোখের জল। ফিনকি  দিয়ে  রক্ত  ছোটে লাফায়   কাতাহাট মাটিতে  নাকি পড়ে  আছে চাপ  চাপ  রক্ত দাগ। টাকা পয়সা হাঁস মুরগী ইজ্জ্বত ত্বক  লুট প্রাণের ভয়ে দিচ্ছে মানুষ সবকিছু   ফেলে  ছুট। মারছো  যাকে   সদলবলে কি  তার  অপরাধ জানো কি তুমি তারও  আছে বাঁচার  অধিকার। সবার  চেয়ে  বড় পরিচয়  তোমরা  মানুষ জেনো মানুষকে  মানুষ  বলে একটু তোমরা  মেনো। বুকের ভিতর  তুষের  আগুন ধিকি  ধিকি  জ্বলে হিংসাতেই  বাড়ে  হিংসা গুরুজনেরা  বলে। ভালোবাসা  দিয়ে  নেভাও তোমার মনের আগুন আনন্দের  আবীর  মাখো মাসটা  ভাবো  ফাগুন। --------------///----------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা: ২০.০৭.২০০৮

কবিতা : আজকের দিন

ভাগ্য + চেষ্টা = ফল 
ভাগ্য +ধান্দা+তৈল =সুফল
(জলে মকর এবং বনে সিংহ থাকায় রাত্রি ৭/৪/১৩ থেকে ডাঙ্গায় বৃষের তাড়া খেয়ে গৃহে মেষ রাশিতে অবস্থান)



মেষ :দাম্পত্য কলহ।ফোঁস না করে ম্যাও ম্যাও ডাকুন।

বৃষ: ঝুট ঝামেলা যোগ।নিজের শিং এ মাটি তাড়ুন।

মিথুন:প্রেমপ্রীতি যোগ।স্বপ্নালু চোখে বালিশে চুমু খান।

কর্কট:প্রীতিসঙ্গ লাভ।মুখে মধু পকেটে টান।

সিংহ:যোগাযোগ লাভ।তর্জন গর্জন ছাড়ুন, তৈলমর্দন করুন।

কন্যা :সম্মান যোগ।ঢাক পেটানোর এই তো সুযোগ।

তুলা:সমস্যাবহুল।ন্যাকা সেজে বোকা বোকা কথা বলুন।

বৃশ্চিক :ভুল বোঝাবুঝি।হার্ট না ফাটিয়ে চিৎকারে হাট ফাটান।

ধনু: ব্যয়বাহুল্য।প্রেমিকার সাথে যাত্রা নিষেধ।

মকর :প্রাপ্তিযোগ।অর্থ, আঘাত, পঞ্চত্ব -একটি প্রাপ্তি হচ্ছেই।

কুম্ভ :দুর্নাম যোগ।আগেভাগেই হাটে হাঁড়ি ভাগুন।

মীন:দুর্ঘটনা যোগ।আপনি আছেন এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা।

                           -------------
কবি :ডঃ গৌতম কুমার মল্লিক 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা: মা আসছে

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : মান্তূদা