কবিতা : যুদ্ধ

ছবি
বিশ্বজুড়ে  যুদ্ধ   বাজার যুদ্ধ  শুধু  যুদ্ধ  খেলা যুদ্ধ  টিকে   থাকার  লড়াই বিশ্বজুড়ে  যুদ্ধ  মেলা। যুদ্ধ  করে  পথ শিশু ফুটপাথেতে  খাবার  তরে যুদ্ধ  করে  পথে  পথে পথ  হারিয়ে  ভবঘুরে। যুদ্ধ   করে  বাপ  বেটাতে রক্ত   গরম   হয়ে   গেলে দুই  দেহেতেই  রক্ত   একই সেটাও  তারা  যায়  রে  ভুলে। যুদ্ধ   করেন  গিন্নিমাতা বাড়ির  কাজের  মাসির  সাথে কম  টাকাতে  কতটা  বেশী খাটানো  যায়  হাতে  নাতে। যুদ্ধ   করেন  মাস্টামশাই হাতে  বিরাট  ছড়ি  নিয়ে ইংরেজীতে   ফাইট  করেন টাইট   করা  প্রশ্ন  দিয়ে। যুদ্ধ  করে   গরীবছেলের ইস্কুলেতে   পড়তে  আসা বড়  হলে  মানুষ  হলে মিটবে  বাবা মায়ের  আশা। যুদ্ধ  করে  যুদ্ধ  করে কন্ট্রাক্টর   টিকিট  কাটে বাসের  ভিড়ে   পকেটমার সাবধানেতে  পকেট কাটে। যুদ্ধ   করে   মাঠের   সাথে লাঙ্গল   চালায়  গ্রামের  চাষী ফলিয়ে  ফসল  বাঁচিয়ে  রাখে তাই  তো  তাদের  ভালবাসি। যুদ্ধ   চলে  গড়ের  মাঠে যুদ্ধ  চলে  এডিলেটে মাঠের  বাইরে  যুদ্ধ  হওয়ার কিছুটা   খবর  বাতাসে  ভাসে। যুদ্ধ   করে  নেতায়  নেতায় ভোটের   আগে   পথের  ধারে যুদ্ধ  শেষে   সন্ধি  হলে জড়িয়ে   গলা  হো হো  হাসে। সুন্দরীরা  যুদ্ধ 

কবিতা : পূজো আসছে




বলতে  পারিস মা দুর্গা
মরলো  কেন  খরায় এবার  ধান
বর্ষাকালে  ধরার পরে
কেন  চড়া রোদের  বান।


দুঃখই  হোক কষ্টই হোক
কোরবো  মা তোর  পূজা
কেমনে  নেব  নতুন জামা
বল মা দশভূজা।


দু - দিন বাদেই  আসবি রে তুই
আসছে  যে  শরৎ
বলতে  পারিস তবুও কেন
পাই না মোরা  হিমের  পরশ।


কাশফুলেরা   ফ্যাকাশে  সাদা
শুকনো  ঘাসের  আগা
শিউলি ফুল ফুঁপিয়ে কাঁদে
তবুও শরৎ তবুও পূজার চাঁদা।


-----------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক



মন্তব্যসমূহ

  1. উদয় শঙ্কর রায়৯ অক্টোবর, ২০২৪ এ ৮:৪৫ PM

    গ্রাম বাংলার কৃষকদের পূজা আসার কথা লিখেছেন। খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা: মা আসছে

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : মান্তূদা