কবিতা : যুদ্ধ

ছবি
বিশ্বজুড়ে  যুদ্ধ   বাজার যুদ্ধ  শুধু  যুদ্ধ  খেলা যুদ্ধ  টিকে   থাকার  লড়াই বিশ্বজুড়ে  যুদ্ধ  মেলা। যুদ্ধ  করে  পথ শিশু ফুটপাথেতে  খাবার  তরে যুদ্ধ  করে  পথে  পথে পথ  হারিয়ে  ভবঘুরে। যুদ্ধ   করে  বাপ  বেটাতে রক্ত   গরম   হয়ে   গেলে দুই  দেহেতেই  রক্ত   একই সেটাও  তারা  যায়  রে  ভুলে। যুদ্ধ   করেন  গিন্নিমাতা বাড়ির  কাজের  মাসির  সাথে কম  টাকাতে  কতটা  বেশী খাটানো  যায়  হাতে  নাতে। যুদ্ধ   করেন  মাস্টামশাই হাতে  বিরাট  ছড়ি  নিয়ে ইংরেজীতে   ফাইট  করেন টাইট   করা  প্রশ্ন  দিয়ে। যুদ্ধ  করে   গরীবছেলের ইস্কুলেতে   পড়তে  আসা বড়  হলে  মানুষ  হলে মিটবে  বাবা মায়ের  আশা। যুদ্ধ  করে  যুদ্ধ  করে কন্ট্রাক্টর   টিকিট  কাটে বাসের  ভিড়ে   পকেটমার সাবধানেতে  পকেট কাটে। যুদ্ধ   করে   মাঠের   সাথে লাঙ্গল   চালায়  গ্রামের  চাষী ফলিয়ে  ফসল  বাঁচিয়ে  রাখে তাই  তো  তাদের  ভালবাসি। যুদ্ধ   চলে  গড়ের  মাঠে যুদ্ধ  চলে  এডিলেটে মাঠের  বাইরে  যুদ্ধ  হওয়ার কিছুটা   খবর  বাতাসে  ভাসে। যুদ্ধ   করে  নেতায়  নেতায় ভোটের   আগে   পথের  ধারে যুদ্ধ  শেষে   সন্ধি  হলে জড়িয়ে   গলা  হো হো  হাসে। সুন্দরীরা  যুদ্ধ 

কবিতা : আমি চাই

মাপা  হাসি  নয়
আমি   চাই
হাসি  আসুক  রক্তে  ভাসা  হিমোগ্লোবিন  থেকে।


কুম্ভীরাশ্রু  নয়
নোনতা  অশ্রু   চাই
ধুয়ে  মুছে  সাফ  হোক পাপ নোনাজলে।


মুখোশ  নয়
আমি  চাই  মুখ
নিষ্পাপ  চুম্বন ছবি এঁকে  দেবে  গালে।


চোখ  নয় 
চাই  আড়চোখ
তাক করে তীর মেরে হৃদয়কে ফালফাল করে।

---------------
কবি :  ড. গৌতম কুমার মল্লিক

প্রথম প্রকাশ : আয়ুধ  সাহিত্য পত্রিকা
পঞ্চম সংখ্যা, বৈশাখ ১৪১৯
ধাদিক সাহিত্য সংসদ

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা: মা আসছে

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : মান্তূদা