কবিতা : যুদ্ধ

ছবি
বিশ্বজুড়ে  যুদ্ধ   বাজার যুদ্ধ  শুধু  যুদ্ধ  খেলা যুদ্ধ  টিকে   থাকার  লড়াই বিশ্বজুড়ে  যুদ্ধ  মেলা। যুদ্ধ  করে  পথ শিশু ফুটপাথেতে  খাবার  তরে যুদ্ধ  করে  পথে  পথে পথ  হারিয়ে  ভবঘুরে। যুদ্ধ   করে  বাপ  বেটাতে রক্ত   গরম   হয়ে   গেলে দুই  দেহেতেই  রক্ত   একই সেটাও  তারা  যায়  রে  ভুলে। যুদ্ধ   করেন  গিন্নিমাতা বাড়ির  কাজের  মাসির  সাথে কম  টাকাতে  কতটা  বেশী খাটানো  যায়  হাতে  নাতে। যুদ্ধ   করেন  মাস্টামশাই হাতে  বিরাট  ছড়ি  নিয়ে ইংরেজীতে   ফাইট  করেন টাইট   করা  প্রশ্ন  দিয়ে। যুদ্ধ  করে   গরীবছেলের ইস্কুলেতে   পড়তে  আসা বড়  হলে  মানুষ  হলে মিটবে  বাবা মায়ের  আশা। যুদ্ধ  করে  যুদ্ধ  করে কন্ট্রাক্টর   টিকিট  কাটে বাসের  ভিড়ে   পকেটমার সাবধানেতে  পকেট কাটে। যুদ্ধ   করে   মাঠের   সাথে লাঙ্গল   চালায়  গ্রামের  চাষী ফলিয়ে  ফসল  বাঁচিয়ে  রাখে তাই  তো  তাদের  ভালবাসি। যুদ্ধ   চলে  গড়ের  মাঠে যুদ্ধ  চলে  এডিলেটে মাঠের  বাইরে  যুদ্ধ  হওয়ার কিছুটা   খবর  বাতাসে  ভাসে। যুদ্ধ   করে  নেতায়  নেতায় ভোটের   আগে   পথের  ধারে যুদ্ধ  শেষে   সন্ধি  হলে জড়িয়ে   গলা  হো হো  হাসে। সুন্দরীরা  যুদ্ধ 

কবিতা : রতন টাটা

( ভারতমাতার রত্ন সন্তান ও স্বনামধন্য শিল্পপতি
রতন টাটা স্মরণে রচিত)




রতন  টাটা  রতন  টাটা
মানুষ  তুমি  ভালো
রতন  টাটা  রতন  টাটা
শিল্পে  জ্বেলেছো  আলো।


রতন  টাটা  রতন  টাটা
ভারতমাতার  রত্ন  ছেলে
রতন  টাটা  রতন  টাটা
স্বপ্ন  সত্যি  করেছিলে।


রতন  টাটা  রতন  টাটা
উদ্ভাবনী  মন
রতন টাটা  রতন  টাটা
সহজ  সরল  জীবন।


রতন  টাটা  রতন  টাটা
বেকারের  তুমি  আশা
রতন  টাটা  রতন  টাটা
স্বপ্ন  ভালবাসা।


রতন  টাটা  রতন  টাটা
হৃদয়  করেছো  স্পর্শ
রতন  টাটা  রতন  টাটা
নৈতিকতার  আদর্শ।


রতন  টাটা  রতন  টাটা
মানবিক  মুখ
সমাজসেবায়  পেতেন তিনি
সবার  অধিক  সুখ।


রতন  টাটা  রতন  টাটা
বিশ্বজোড়া  নাম
রতন  টাটা  রতন  টাটা 
এগিয়ে  চলার  গান।


রতন  টাটা  রতন  টাটা
মাটির   মানুষ  তুমি
রতন  টাটা  রতন  টাটা
কাঁদছে   ভারতভূমি।


রতন  টাটা  রতন  টাটা
থাকবে  হৃদয় মাঝে
সত্যিকারের  সত্যিকারের
অনুপ্রেরণা  হয়ে।

------------///------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা: মা আসছে

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : মান্তূদা