কবিতা : কখনো কখনো

ছবি
আমার নতুন লেখা বই google books এ কখনো কখনো চেনা মুখগুলি অচেনা মনে হয় কখনো কখনো কায়ার চেয়ে ছায়াকে বেশী ভয় কখনো কখনো চালাকি করে কেউ চালাক হয়। মনে রেখো কেউ কারো নয় শেষ কথা বলবে সময়। আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন -------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

কবিতা : খাই খাই





খাই খাই
করি শুধু
খেতে পাই কই?
ঢপ খাই
ধোকা খাই
পাই নাকো দই।


কিল খাই
ঢিল  খাই
খাই চমকানি।
ঝাড়  খাই
ঝাটা খাই
খাই ধমকানি।


লাঠি খাই
লাথি খাই
আর খাই গাল।
মার খাই
গুলি খাই
খাই  শুধু টাল।


হাড়  খাই
মাংস  খাই
ছিবড়ে খাই চুষে।
মাল খাই
জুস খাই
মজে  আছি ঘুষে।


ধার খাই
বার  খাই
খাই  ভাই উল্টি।
লুটে  খাই
পুটে খাই
আর খাই পাল্টি।


চড়  খাই
চাটি  খাই
খাই ঘাড় ধাক্কা।
হাঁড়ি খাই
কাড়ি  খাই
পোড়  খেলে পাক্কা।


কেস  খাই
ঠেস  খাই
আর খাই ধাওয়া।
তেল খাই
নুন  খাই
বিপদেতে হাওয়া।


গোল খাই
দোল  খাই
খাই   এগরোল।
ঝোল খাই
আর খাই
প্রতি পদে ঘোল।


---------/---------
কবি: ডঃ গৌতম কুমার মল্লিক

বি:দ্রঃ
আমার লেখা এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত 'ভূমিপুত্র ' পত্রিকায় ,2009 সালে।

মন্তব্যসমূহ

  1. দুটি পড়লাম। সাবলীল ও বুদ্ধিদীপ্ত! আনন্দে থাকুন ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা: মা আসছে

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : মান্তূদা