কবিতা: মাসটা ভাবো ফাগুন

বাতাসে  গুলির  শব্দ মাসকেটর  আনাগোনা আকাশ ফাটা আর্তনাদ বাষ্প  চোখের জল। ফিনকি  দিয়ে  রক্ত  ছোটে লাফায়   কাতাহাট মাটিতে  নাকি পড়ে  আছে চাপ  চাপ  রক্ত দাগ। টাকা পয়সা হাঁস মুরগী ইজ্জ্বত ত্বক  লুট প্রাণের ভয়ে দিচ্ছে মানুষ সবকিছু   ফেলে  ছুট। মারছো  যাকে   সদলবলে কি  তার  অপরাধ জানো কি তুমি তারও  আছে বাঁচার  অধিকার। সবার  চেয়ে  বড় পরিচয়  তোমরা  মানুষ জেনো মানুষকে  মানুষ  বলে একটু তোমরা  মেনো। বুকের ভিতর  তুষের  আগুন ধিকি  ধিকি  জ্বলে হিংসাতেই  বাড়ে  হিংসা গুরুজনেরা  বলে। ভালোবাসা  দিয়ে  নেভাও তোমার মনের আগুন আনন্দের  আবীর  মাখো মাসটা  ভাবো  ফাগুন। --------------///----------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা: ২০.০৭.২০০৮

কবিতা : সবুজকে বাঁচান

সবুজ মানে সুজলা-সুফলা
সবুজ সফলতা
সবুজ হল প্রাণস্পন্দন
সৃষ্টির কথকতা।

সবুজ মানে চাঙ্গা হওয়া
সজীবতার গান
সবুজ মানে টাটকা তাজা
সবুজ মানে প্রাণ।

সবুজ হল চির নবীন
হৃদয় অমলিন
বাতাসের যত বিষ
সবুজ পাতায় বিলীন।

সবুজ হল দেশের ধন
সবুজ বৃন্দাবন
সবুজ হল ভরা যৌবন
পাগলপারা মন।

চাষীর স্বপ্ন  ধানের  শীষে
সবুজ মাঠে বাতাসে  নাচে
চাষীর  মনের  আশার  ঝলক
আশা  নিয়েই  চাষী  বাঁচে।

শালফুলের গন্ধে  মাতে
সবুজ  শালবন
পাগলা বাতাস বাজায় মাদল
নাচায়  মোদের মন।

সবুজ সব্জী শক্তি  যোগায়
জোগায় ভিটামিন
পারবো কি শোধ করতে
সব্জীর এই ঋণ।

বানের জলে  ভাসা মানুষ
সব হারিয়ে দিয়ে
গাছের  ডাল -ই জড়িয়ে ধরে
অনেক আশা নিয়ে।

গাছের ডালেই পাখির বাসা
ধরা  সাজে  ফুলে
তবুও কেন আমার সবাই
যাই  গাছকে  ভুলে।

সবুজ সবুজ সবুজ সবুজ
গাও সবুজের গান
দিকে দিকে স্লোগান তোল
সবুজ কে বাঁচান।

    --////-----/
কবি:ডঃ গৌতম কুমার মল্লিক

বি;দ্রঃ;
,আমার লেখা এই কবিতা টি প্রথম প্রকাশিত হয়েছিল 2009 সালে(21-27 Oct) সাপ্তাহিক পত্রিকা 'অনাহত' ,য়।কলকাতা -1

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা: মা আসছে

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : মান্তূদা