কবিতা : কখনো কখনো

ছবি
আমার নতুন লেখা বই google books এ কখনো কখনো চেনা মুখগুলি অচেনা মনে হয় কখনো কখনো কায়ার চেয়ে ছায়াকে বেশী ভয় কখনো কখনো চালাকি করে কেউ চালাক হয়। মনে রেখো কেউ কারো নয় শেষ কথা বলবে সময়। আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন -------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

কবিতা : দশ আহাম্মক






আহাম্মকের  এক
চোথা করেও পরীক্ষাতে যিনি পান ব্যাক।
আহাম্মকের দুই
নেশা  সর্বনাশা জেনেও যারা বিড়ি সিগারেট ছুই।
আহাম্মকের তিন
নিজেকে যিনি শুধুই ভাবেন  দুর্বল দীন হীন।
আহাম্মকের  চার
গাঁটের  টাকায়  গড়ান যিনি  পরের বউয়ের হার।
আহাম্মকের পাঁচ
নিজে  মরে  যিনি বলেন  শংকরা  তুই  বাঁচ।
আহাম্মকের  ছয়
সত্য কথা বলতে  যিনি সদাই  পান ভয় ।
আহাম্মকের সাত
পরের কথায় নেচে  ঝাড়েন  বড় বড় বাত।
আহাম্মকের  আট
সকাল - সন্ধ্যে  বসে  বসে যিনি বকেন ভাট।
আহাম্মকের নয়
উঠতে বসতে  গিন্নীকে যিনি  করেন ভয়।
আহাম্মকের  দশ
টাকা পয়সা  উড়িয়ে  যিনি সাজতে  চান 'বস'।




           -/---
কবি ; ডঃ গৌতম কুমার মল্লিক
বি:দ্রঃ
আমার লেখা এই কবিতাটি ২০০৮ সালে প্রকাশিত
আমার বই 'আমি আসছি' তে আছে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা: মা আসছে

কবিতা : মান্তূদা

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার