পোস্টগুলি

জানুয়ারী, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা: মাসটা ভাবো ফাগুন

বাতাসে  গুলির  শব্দ মাসকেটর  আনাগোনা আকাশ ফাটা আর্তনাদ বাষ্প  চোখের জল। ফিনকি  দিয়ে  রক্ত  ছোটে লাফায়   কাতাহাট মাটিতে  নাকি পড়ে  আছে চাপ  চাপ  রক্ত দাগ। টাকা পয়সা হাঁস মুরগী ইজ্জ্বত ত্বক  লুট প্রাণের ভয়ে দিচ্ছে মানুষ সবকিছু   ফেলে  ছুট। মারছো  যাকে   সদলবলে কি  তার  অপরাধ জানো কি তুমি তারও  আছে বাঁচার  অধিকার। সবার  চেয়ে  বড় পরিচয়  তোমরা  মানুষ জেনো মানুষকে  মানুষ  বলে একটু তোমরা  মেনো। বুকের ভিতর  তুষের  আগুন ধিকি  ধিকি  জ্বলে হিংসাতেই  বাড়ে  হিংসা গুরুজনেরা  বলে। ভালোবাসা  দিয়ে  নেভাও তোমার মনের আগুন আনন্দের  আবীর  মাখো মাসটা  ভাবো  ফাগুন। --------------///----------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা: ২০.০৭.২০০৮

কবিতা :সামনে লেভেল ক্রসিং

ছবি
সামনে তোমার লেভেল ক্রসিং আসতে পারে ট্রেন চোখ থাকতেও অন্ধ কেন একটু খাটাও ব্রেন। তোমার ঘরে বাচ্চা ছেলে দেখবে তাকে কে? তোমার এমন সুখের ঘর ভাসবে জলে যে! স্বপ্নভরা তোমার আকাশ মানুষ হবে ছেলে মাঝ বয়সে চাও কি যেতে ওই ছেলেকে ফেলে? পথ চলারও নিয়ম আছে সেগুলো একটু জেনো দুর্ঘটনা এড়াতে হলে সেগুলোকে মেনো।        --------- কবি:ডঃ গৌতম কুমার মল্লিক ২০০৮ সালে প্রকাশিত আমার কবিতা ও না কবিতার বই 'আমি আসছি'তে এই কবিতাটি আছে।

কবিতা : রক্তের জয়গান

ছবি
বাঁচতে  চাই  বাঁচাতে  চাই রক্ত  বিনা  জীবন  নাই বাঁচাতে  মানুষ  রক্ত  চায় রক্ত  চাই  রক্ত  চাই। রক্তে  জাতের সন্দ  নাই রক্তে  কোনও  ধর্ম  নাই চামড়া  নিয়ে  দ্বন্দ্ব  নাই ভালোবাসার  গন্ধ  পাই। বাঁচাতে  মানুষ  রক্ত  চায় রক্ত  চাই  রক্ত  চাই রক্তভাবে  মরবে  ভাই কেমন  মানুষ তুমি রে  হায় ! রক্তদান  রক্তদান রক্ত করে জীবন দান রক্ত  দিয়ে  বাঁচাও প্রাণ গাও  রক্তের  জয়গান।        --------- কবি  :  ডঃ গৌতম কুমার  মল্লিক বি: দ্রঃ আমার লেখা এই কবিতাটি আমার বই 'আমি আসছি' (২০০৮) তে আছে।

কবিতা : দশ আহাম্মক

ছবি
আহাম্মকের  এক চোথা করেও পরীক্ষাতে যিনি পান ব্যাক। আহাম্মকের দুই নেশা  সর্বনাশা জেনেও যারা বিড়ি সিগারেট ছুই। আহাম্মকের তিন নিজেকে যিনি শুধুই ভাবেন  দুর্বল দীন হীন। আহাম্মকের  চার গাঁটের  টাকায়  গড়ান যিনি  পরের বউয়ের হার। আহাম্মকের পাঁচ নিজে  মরে  যিনি বলেন  শংকরা  তুই  বাঁচ। আহাম্মকের  ছয় সত্য কথা বলতে  যিনি সদাই  পান ভয় । আহাম্মকের সাত পরের কথায় নেচে  ঝাড়েন  বড় বড় বাত। আহাম্মকের  আট সকাল - সন্ধ্যে  বসে  বসে যিনি বকেন ভাট। আহাম্মকের নয় উঠতে বসতে  গিন্নীকে যিনি  করেন ভয়। আহাম্মকের  দশ টাকা পয়সা  উড়িয়ে  যিনি সাজতে  চান 'বস'।            -/--- কবি ; ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই কবিতাটি ২০০৮ সালে প্রকাশিত আমার বই 'আমি আসছি' তে আছে।

কবিতা : সবুজ জিন্দাবাদ

ছবি
সবুজ মানে এগিয়ে চলা নতুন গড়ার আশা সবুজ সবুজ সবুজ সবুজ  স্বপ্ন  ভালোবাসা। সবুজ  গাছে অবুঝ  পাখি  গাইবে শুধু  গান পাখির ডাকে  মোদের মনে  আনন্দের-ই বান। সবুজ  গাছের ছায়ায় শান্তি বিরাজ করে সবুজ গাছের টানে ধরায় বৃষ্টি  ঝরে। সবুজ কর্মে প্রেরণা যোগায় যোগায় শুদ্ধ বায়ু সবুজ-ই শুধু বাড়াতে  পারে  সভ্যতার  আয়ু। সবুজ জানে গানে গানে আনতে সফলতা নীলাভ সবুজ শৈবাল বাড়ায় মাটির  উর্বরতা। সবুজ আনে সৌভাগ্য  দুর্ভাগ্য অবসান ভুলো না যেন কোনোদিন সবুজের অবদান। সবুজ হল শ্রীবৃদ্ধি  প্রতিভার  বিকাশ কোনোভাবেই সবুজকে  কোরো না যেন নাশ সবুজ মনে মুক্ত মন উদাত্ত যৌবন বনে বনে ভেসে ওঠা  অলির  গুঞ্জন। সবুজ  আশা  সবুজ  ভাষা  সবুজ মাঠের  হাসি থাকলে  সবুজ  তবেই  মোরা সবাই ভাল থাকি। সবুজ হল বাংলা মায়ের  প্রানের আশীর্বাদ সবাই মিলে জোরসে বল সবুজ জিন্দাবাদ। কবি: ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ 1. কবিতাটি আমার লেখা বই 'আমি আসছি' (২০০৮) তে আছে। 2.ইতিমধ্যে এই কবিতাটি র আবৃত্তি ও হয়েছে ইউটিউব চ্যানেল 'কলমে গৌতম' এ।আবৃত্তি করেছেন পথিকা ভট্টাচার্য।

লিমেরিক : দুল্লিমেরিক

ছবি
রঙ  কালো  দাঁত  তার  সাদা  ধপধপে হাসি তার পড়ে  ঢাকা ইয়া  বড়  গোঁফে মাথাতে  টাক  তার চালায়  সে  ট্রাক্টার বরবেশে  এলো সে যে  মারুতিতে  চেপে। লিকলিকে  চেহারা  বউ  তার  দোহারা লোকে  দেখে  বলে  মুখে  বেচারা একলাখ  নিয়ে  পণ তবেই  দিয়েছে  মন দিন রাত দেয় সে যে বউকেই পাহারা।                 ---–------ কবি : ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই কবিতাটি ২০০৮ সালে প্রকাশিত আমার বই 'আমি আসছি ' তে আছে।

কবিতা : নিরক্ষর ভাইবোনদের প্রতি

ছবি
ঊনবিংশ  শতাব্দীতে শিক্ষা  ছিল  নবজাগরণের মূলে তারপর  অনেক  বছর  কেটে গেছে দেশটা  স্বাধীন  হয়েছে হয়েছে কত  স্কুল ও কলেজ শিক্ষার  সোনালি  আলোয় ভরেছে  ভুবন তবুও  তুমি  থাকবে  পড়ে বন্ধ ঘরে - নিরক্ষরতার  অন্ধকারে । এসেছে  সুযোগ  হাতের  কাছে সামিল  হও  দলে  দলে সাক্ষরতা অভিযানে। অ-আ-ক-খ  শিখতে  হবে হিসাব নিকাশ বুঝতে হবে সঠিক পথ বাছতে  হবে বেঠিক  পথ  ছাড়তে  হবে সামিল  হও  দলে দলে এসেছে  সুযোগ হাতের  কাছে ------ স্বাক্ষরতা  অভিযানে  । কবি  :  ডঃ  গৌতম  কুমার মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই কবিতাটি আমার কবিতা র বই 'আমি আসছি' (২০০৮)তে আছে।

কবিতা : তুমি থাকবে (অন্নদাশঙ্কর রায় স্মরণে)

ছবি
কে  বলে  তুমি  আর  নেই? তুমি  আছো  তুমি  ছিলে এবং তুমি  থাকবে  চিরদিন-ই। যতদিন  থাকবে  বাঙালি যতদিন থাকবে  বাংলাভাষা যতদিন  হবে  গল্প  কবিতা ছড়া নিবন্ধ  লেখা এবং যতদিন মানুষের মনে থাকবে ভালোবাসা। থাকবে  তুমি  ঘুমপাড়ানি  গানে থাকবে  তুমি  সত্যের  সন্ধানে থাকবে  তুমি   জাতির  উন্মেষে থাকবে  তুমি  অন্ধকারে বিবেকবাতি  জ্বেলে। শালি  ধানের  চিঁড়ে  থাকবে ডালিম  গাছের  মৌ আর  থাকবে উড়কি ধানের  মুড়কি ও রাঙা  ধানের  খই। তোমার  স্নেহ  ভালোবাসা তোমার  আশীর্বাদ ভারতবর্ষের  খোকা খুকুরা যুগ যুগ ধরে পাক। -/--/ কবি : ডঃ গৌতম কুমার মল্লিক বি ;দ্রঃ আমার লেখা এই কবিতাটি আমার বই 'আমি আসছি'(২০০৮) তে আছে।

কবিতা : অফার লোটো

ছবি
ছেঁড়া মাদুরের উপর একটি ছেঁড়া কাঁথা পাতুন।ফাটা বালিশে মাথা রেখে আর একটি ছেঁড়া কাঁথা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে নিন।চোখ বন্ধ করুন।দিন রাত কোটি কোটি টাকার কথা ভাবতে থাকুন।ঘাবড়াবার কিছু নেই।স্বপ্নটা শুধু ভোরের দিকে দেখার চেষ্টা করুন।খুব সাবধান! ভুলে ও যেন কর্মের চক্রান্তে পা দিয়ে ফেঁসে যাবেন না যেন! বরং সুযোগ পেলেই গোঁফে তেল দিয়ে বাড়ির আশেপাশে কাঁঠাল গাছ  থাকলে সেদিকে তাকিয়ে বসে থাকুন।ভাবের ঘোরে ছেঁড়া পকেটে মুঠো মুঠো সুখ ভরার অনাবিল আনন্দ উপভোগ করুন।শুধু স্বপ্ন দেখলেই হবে?টিকিট কাটতে হবে না! একবারে না উঠিলে কাটো বারবার---------- দেখবেন কর্তা একদিন না একদিন---- কবি: ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই কবিতাটি আমার লেখা বই 'আমি আসছি'(২০০৮) তে আছে।

অণুকবিতা : মেঘ আসে মন নাচে

ছবি
আকাশে  মেঘ  আসে স্বপ্নে   মানুষ  ভাসে । বৃষ্টি   যখন  পড়ে গাছের  পাতা  নড়ে। মাটির  সোঁদা  গন্ধে মন  নাচে  আনন্দে। কবি : ডঃ গৌতম  কুমার  মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই অনুকবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।

অণুকবিতা : খেলাঘর

জন্ম  দিয়ে   শুরু মৃত্যু  দিয়ে  শেষ  । রঙ  মেখে  সং সেজে মাঝের  সময় কাটিয়ে  দিই  বেশ। কবি : ডঃ গৌতম কুমার  মল্লিক বি: দ্রঃ আমার লেখা এই অণুকবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্যে সংখ্যায়  ২০১৩ সালে।

অণুকবিতা :পা

ল্যাঙের  আমি  ল্যাঙের  তুমি ল্যাং  কি   কারো  চেনা? দাঁড়াতে  হলে  নিজের  পায়ে ল্যাং  দিয়ে  যায়  চেনা। কবি : ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই অণুকবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।

অণুকবিতা : হাত

ডান  হাত  বাম  হাত কেউ   বড়   নয়, অজুহাত  বড়  নাকি সকলেই  কয়। কবি  : ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই অণুকবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।

অণুকবিতা : ফুল

ছবি
ফুলের  হাসি হয়  না  বাসি ফুলকে  সবাই ভালবাসি। খুকুও  আমার রঙিন  ফুল সত্যি বলছি নয়কো  ভুল। কবি : ডঃ গৌতম কুমার মল্লিক বি: দ্রঃ আমার লেখা এই অণুকবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।

অণুকবিতা : চালাকি

হাতে  এক   ঢিল একাধিক   পাখি স্বপ্ন    বাজিমাত। ফসকালে  হায় স্বপ্ন  পুড়ে  যায় সব   কুপোকাত। কবি  : ডঃ গৌতম  কুমার  মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই অণুকবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।

অণুকবিতা :ফাঁকি

একটি  অস্ত্র  বিশেষ নিজেকে  ফাঁকে  ফেলার এর  চাইতে  মজবুত  অস্ত্র পৃথিবীতে আগেও  ছিল  না এখনও  নেই। কবি  : ডঃ  গৌতম  কুমার  মল্লিক বি :দ্রঃ আমার  লেখা এই অণুকবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।

অণুকবিতা : চুল

চিরুনির  তল্লাশি উকুনের   বাসা। বোকা  সেজে  চুলকায় ন্যাকামিটা   খাসা। কবি  : ডঃ গৌতম কুমার  মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই অনুকবিতাটি বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্যে সংখ্যায় ২০১৩ সালে প্রকাশিত হয়েছিল।

অণুকবিতা : সবুজ

ছবি
সবুজ  পাতা  সবুজ  মন সবুজ   হল ধরার   ধন। সবুজ  প্রা ণ জয়ের  গান সবুজ  করে জীবন  দান। কবি :ডঃ গৌতম কুমার মল্লিক বি: দ্রঃ আমার লেখা এই অনুকবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।

অণুকবিতা : ভালোবাসা

নিঃশব্দ। ভাষা  বোঝে চোখ! কবি : ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।

অণুকবিতা : ভয়

ভয় ---একটা  রোগ। পিছোলে  তাড়া করে । এগোলে উধাও ! কবি  :  ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই অণুকবিতাটি প্রথম প্রকাশিত হয় বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।

অনুকবিতা :গান

চোখ  দেখে  স্বপ্ন স্বপ্ন   মেলে  ডানা ডানা  মাখে  রঙ রঙ  পায়  প্রাণ প্রাণ  গায়  গান। কবি : ডঃ গৌতম কুমার  মল্লিক বি:দ্রঃ আমার লেখা অণুকবিতা 'গান' প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার বিশেষ সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।

অণুকবিতা :পতন

ফুলবি           যত নাচবি           তত ফাসবি           তাড়াতাড়ি। কবি :ডঃ গৌতম কুমার মল্লিক বি: দ্রঃ আমার লেখা এই অণু কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার  বিশেষ সাহিত্য সংখ্যাতে ২০১৩ সালে।