কবিতা : কখনো কখনো

ছবি
আমার নতুন লেখা বই google books এ কখনো কখনো চেনা মুখগুলি অচেনা মনে হয় কখনো কখনো কায়ার চেয়ে ছায়াকে বেশী ভয় কখনো কখনো চালাকি করে কেউ চালাক হয়। মনে রেখো কেউ কারো নয় শেষ কথা বলবে সময়। আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন -------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

কবিতা : বিজয়ার প্রার্থনা

যাবেই যখন যাও মা তুমি
আসবে আবার পরের বছর।
তোমার পুজোর জন্য আমি
বাঁচতে চাই যে হাজার বছর।



আমরা অধম রইবো পড়ে
মর্ত্যলোকে মর্ত্যবাসী।
আসবে তুমি পরের বছর
মোদের মুখে ফুটবে হাসি।


এবার তুমি মর্ত্যভূমে 
ভাল মানুষ পাঠিও কিছু
নিত্য নতুন মানুষ মারার
বানাবেনা যারা ইস্যু।


দুখেই থাকি সুখেই থাকি
থাকবে মোদের পাশাপাশি।
সুখ দুঃখের সাথী হয়েই
ফোটাবে যারা মুখের হাসি।

রোদ বৃষ্টি ঝড়ে যারা
যুদ্ধ করে ফসল ফলায়।
নষ্ট যেন এবার না হয়
বানের জলে  এক লহমায়।




বানের জলে গরু ছাগল
বসতবাড়ী ভাসলো যাদের
নুতনবাড়ী গড়ার আশীষ
দু হাত ভরে দিও তাদের।


ঐ যে ছেলে উদোম গায়ে
ঘুরলো এবার পূজোর দিনে
পরের বছর পারে যেন মা
পরতে নতুন জামা কিনে।

           ।।  ।   ।


কবি: ডঃ গৌতম কুমার মল্লিক

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা: মা আসছে

কবিতা : মান্তূদা

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার