কবিতা: মাসটা ভাবো ফাগুন

বাতাসে  গুলির  শব্দ মাসকেটর  আনাগোনা আকাশ ফাটা আর্তনাদ বাষ্প  চোখের জল। ফিনকি  দিয়ে  রক্ত  ছোটে লাফায়   কাতাহাট মাটিতে  নাকি পড়ে  আছে চাপ  চাপ  রক্ত দাগ। টাকা পয়সা হাঁস মুরগী ইজ্জ্বত ত্বক  লুট প্রাণের ভয়ে দিচ্ছে মানুষ সবকিছু   ফেলে  ছুট। মারছো  যাকে   সদলবলে কি  তার  অপরাধ জানো কি তুমি তারও  আছে বাঁচার  অধিকার। সবার  চেয়ে  বড় পরিচয়  তোমরা  মানুষ জেনো মানুষকে  মানুষ  বলে একটু তোমরা  মেনো। বুকের ভিতর  তুষের  আগুন ধিকি  ধিকি  জ্বলে হিংসাতেই  বাড়ে  হিংসা গুরুজনেরা  বলে। ভালোবাসা  দিয়ে  নেভাও তোমার মনের আগুন আনন্দের  আবীর  মাখো মাসটা  ভাবো  ফাগুন। --------------///----------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা: ২০.০৭.২০০৮

কবিতা :ফ্রি


দুটি  কিনলে একটি ফ্রি
ফ্রিজ কিনলে মিক্সি ফ্রি।
টুথপেস্টে ব্রাশ  ফ্রি
টেপ কিনলে ক্যাসেট ফ্রি।
চালের  সাথে  কাঁকর ফ্রি
ধানের  সাথে  আখড়া ফ্রি।
ভাজা মটরের  শব্দ ফ্রি
মাংসের  সাথে  রক্ত ফ্রি।
মাছ  কিনলে  আঁশ ফ্রি
মুরগীর সাথে পালক ফ্রি।
বাতাসের  সাথে  দূষণ ফ্রি
জলের  সাথে জীবাণু ফ্রি।
চুলের  সাথে উকুন  ফ্রি
ভাগাড়ে  উড়ে শকুন  ফ্রি।
ধরলে পুলিশ  ডান্ডা ফ্রি
পাহাড়ে  গেলে ঠান্ডা ফ্রি।
মায়ের কোলে আদর ফ্রি
শিশুর  মুখে হাসি ফ্রি।
রাস্তাঘাটে  জ্যাম  ফ্রি
মেলার  ভিতর  ঠেলা ফ্রি।
উঠলে  বাসে ঝাঁকুনি ফ্রি
শীতের  রাতে  কাঁপুনি ফ্রি।
ঝড়ের  সাথে  ধূলো  ফ্রি
বৃষ্টির  সাথে শিলা  ফ্রি।
হোটেলে  গেলে জলটা ফ্রি
চা  দোকানে  আড্ডা  ফ্রি।
রোদ  গরমে  ঘামাচি  ফ্রি
ঘামের  সাথে  গন্ধ ফ্রি।
বাঁশ  কিনলে  কঞ্চি  ফ্রি
উলু খাগড়ার  প্রাণটা  ফ্রি।
ভালোবাসলে  আঘাত ফ্রি
দাম্পত্যে   কলহ   ফ্রি।
রান্নাঘরে  ইঁদুর  ফ্রি
বিয়ের  পর  সিঁদুর  ফ্রি।
রসগোল্লার  রসটা  ফ্রি
সিঙ্গাড়া খেলে চাটনি ফ্রি।
চুরির  সাথে  পিটুনি  ফ্রি
আয়নার সাথে চিরুণী ফ্রি।
রাগলে 'বস' ধমক  ফ্রি
পুজোর  আগে  চমক  ফ্রি।
সূর্যাদেবের  রোদটা  ফ্রি
চাঁদামামার জ্যোৎস্না ফ্রি।
পাকা  ফলের  গন্ধ  ফ্রি
কাঁঠালের  আঠা  ফ্রি।
পুজোর  চাঁদার  জুলুম ফ্রি
ফোনে  ফোনে  হুমকি  ফ্রি।
উপকারে  অপবাদ  ফ্রি
ধার করলে সুদ ফ্রি।
থেকবাজিতে  তর্ক  ফ্রি
বানের  ত্রাণে  খিঁচুড়ি ফ্রি।
কনের  সাথে 'পণ'  ফ্রি
আসল  প্রেমে  মন  ফ্রি।
শাড়ী  কিনলে ব্লাউজ  ফ্রি
পাউডারেতে  সাবান ফ্রি।
গানের  সাথে  বাজনা ফ্রি
বন্যা  খরায়  খাজনা ফ্রি।
ঘুমের  সাথে  ঝিমুনি ফ্রি
ঘুমের  মাঝে  স্বপ্ন  ফ্রি।

-----//---//--/
কবি: ডঃ গৌতম কুমার মল্লিক
কবিতাটি ২০০৮ সালে প্রকাশিত আমার কবিতা ও না কবিতা র বই 'আমি আসছি' তে আছে।




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা: মা আসছে

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : মান্তূদা